এক নজরে ১নং খাগড়াছড়ি ইউনিয়ন
ইউনিয়নের সীমানাঃ উত্তরে- ৩নং গোলাবাড়ী ইউনিয়ন
দক্ষিণে- মাইসছড়ি ইউনিয়ন, মহালছড়ি,
পূর্বে- কমলছড়ি ইউনিয়ন, চেঙ্গী নদী
পশ্চিমে- মাটিরাঙ্গা উপজেলা সীমানা
ইউনিয়নের অবস্থানঃ খাগড়াছড়ি শহর থেকে ০৮ কিঃমিঃ দক্ষিণে রাঙামাটি সড়কের পার্ম্বে ১ নং প্রকল্প পাড়ায় পরিষদের নামীয়/ নিজস্ব 0.৫0 ( পঞ্চাশ শতক ) একর জায়গায় স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ৩৫.০০ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ২০০৩ সালে নিার্ম ত একটি সুদৃশ্য ইউ পি কমপ্লেক্স ভবন ।
যোগাযোগঃ খাগড়াছড়ি সদর বাস টার্মিনাল হতে রাঙ্গামাটি সড়কে লোকাল বাস, মহেন্দ্র, সিএনজি, পিকআপ যোগে যাতায়াত করা হয়।
মৌজাঃ ০৩টি
১. ২৫৭নং নুনছড়ি মৌজা
২. ২৫৬নং গামারী ঢালা মৌজা
৩. ২৬১নং দুরছড়ি মৌজা
পাড়ার সংখ্যাঃ ৪৩টি
জনসংখ্যা তথ্যঃ
পুরুষ- ৫২২০ জন
মহিলা- ৫০৮০ জন
মোট- ১০,৩০০ জন
মোট পরিবারের সংখ্যাঃ ২৫৩৫
শিক্ষা তথ্যঃ
বে-সরকারী উচ্চ বিদ্যালয়- ০১টি
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১টি
মাদ্রাসা- ০১টি
এনজিও কর্তৃক পরিচালিতঃ
আইসিডিপি কর্তৃক পরিচালিত পাড়া কেন্দ্র- ৪৩টি
স্বাস্থ্য সেবা তথ্যঃ
হাসপাতাল- পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্র
কমিউনিটি ক্লিনিক- ১টি
ধর্মীয় প্রতিষ্ঠানের তথ্যঃ
বৌদ্ধ বিহার- ২১টি
হিন্দু মন্দির- ১৪টি
মসজিদ- ০৩টি
গীর্জা- ০৭টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস