ফোনে ডাক্তারের সেবা
প্রিয় খাগড়াছড়িবাসী,
আপনারা সকলেই অবগত বর্তমানে সারাবিশ্ব COVID-19 নামক এক মহামারীর সাথে যুদ্ধে লিপ্ত। বাংলাদেশ ও এই মহামারীর ঝুঁকির বাইরে নয়। আমরা খাগড়াছড়ির চিকিৎকবৃন্দ স্বাস্থ্য বিভাগসহ সবাইকে সাথে নিয়ে এই প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করছি। আপনাদের আশ্বস্ত করতে চাই স্থানীয় সবাইকে সাথে নিয়ে করোনা মহামারী মোকাবিলায় আমরা বদ্ধ পরিকর। এজন্য আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।
করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার সুবিধার্থে আপনারা ঘরে বসেই যাতে মোবাইলে স্বাস্থ্য সেবা পান সেজন্য আমরা কিছু নাম্বার আগেই লিফলেট আকারে প্রচার করেছি। আবারো নতুন করে বিশেষজ্ঞ চিকিৎসক সহ অনেক চিকিৎসকের মোবাইল নাম্বার সংযোজন করছি, যেগুলোতে আপনারা সেবা নিতে পারবেন।
*** সামাজিক দূরত্ব বিবেচনায় প্রাইভেট চেম্বার- যেহেতু নিয়মিত রুটিন চেম্বার করলে চেম্বারে রোগীসহ এটেন্ডটেন্ডদের সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে যায় তবুও রোগীর স্বার্থে সীমিত পরিসরে শুধু জরুরি রোগিগুলো প্রয়োজন সাপেক্ষে চেম্বারে দেখা হবে। এখানে উল্লেখ্য- পূর্বের মতই সকল সরকারি হাসপাতালে ২৪ ঘন্টা জরুরি সেবা চালু রয়েছে ।
জরুরি প্রয়োজনে নিচের নাম্বারগুলোতে আপনারা মোবাইলে সেবা নিতে পারবেন-
ক) নাক-কান-গলা বিষয়ে-
ডাঃ মিটন চাকমা (হেড নেক সার্জন)- ০১৭১৫২৯৮২৪৭
খ) মেডিসিন বিষয়েঃ
ডাঃ মিল্টন বড়ুয়া- (মেডিসিন ও হরমোন বিশেষজ্ঞ)-০১৯১১৭৭১১১৬
ডাঃ পূর্ণ জীবন চাকমা ( হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ)-০১৯২৬০০৫০৪৩
ডাঃ কোরাইশী (হৃদরোগ বিশেষজ্ঞ)-০১৮১৪৩৮৮৪৮৯
ডাঃ অনুতোষ চাকমা – ০১৫৫৩৪৫৭৬০৫
ডাঃ সুমেন চাকমা- ০১৭৪৮৮৫১৩১৮
গ) সার্জারি বিভাগঃ
ডাঃ টুটুল চাকমা- ০১৫৫৭১৯৮০৪০
ডাঃ দিগন্ত চাকমা- ০১৭৬০৩৭৬০৫৬
অর্থোপেডিক ও ট্রমা সার্জারি-
**ডাঃ নয়ন ময় ত্রিপুরা (অর্থোপেডিক ও শিশু ট্রমা সার্জারি- বিশেষজ্ঞ)- ০১৮১৪১৬০০৩৯
**ডাঃ সুবল জ্যোতি চাকমা ((অর্থোপেডিক ও প্লাস্টিক সার্জারি- বিশেষজ্ঞ)- ০১৮১৮২৩৩৩৮১
ঙ) শিশু মেডিসিন-
ডাঃ রাজেন্দ্র ত্রিপুরা ( শিশু বিশেষজ্ঞ)- 01557381966
ডাঃ সামাদ( শিশু বিশেষজ্ঞ) ০১৭১১১৩৪৬৭৪
ডাঃ ওমর ফারুক( শিশু বিশেষজ্ঞ), 01823105034
চ) চক্ষু বিভাগ-
ডাঃ আলাউদ্দিন- ০১৮১৬২৩৭৯৭০
ডাঃ রতন খীসা-01819724807
ছ) ডেন্টাল সার্জন-
ডাঃ সুপর্ণা খীসা- ০১৫৫৩৪৯৩৬০৩
ডাঃ মৃদুল কান্তি ত্রিপুরা-০১৫৫৩৩২২২৪৯
ডাঃ নিউটন চাকমা- ০১৮৩০৫৭৯১২১
ঞ) গাইনি বিশেষজ্ঞ-
ডা জয়া চাকমা-০১৫৫৬৫৬৫২০২
ডাঃ আশুতোষ চাকমা- ০১৫৫৬৭৭১৭৪৬
ডাঃ রওশন আরা বেগম- ০১৭১৩৪৫৩২৪৪
ট) সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা- ডাঃ সঞ্জীব ত্রিপুরা- ০১৫৫৬৫৩৩৬৭২
পানছড়ি উপজেলা:
UH&FPO, 01553457605
ডাঃ বিদর্ষী চাকমা- ০১৫৫৬৭৭০৫১১
ডাঃ রিপল বাপ্পি- ০১৭১৬৮০২৪৮৮
ডাঃ আবির আহমদ- ০১৭৮৩৭৪৩১৮৬
দিঘীনালা উপজেলা :
UH&FPO, 01749150472
ডাঃ আনোয়ার, 01726192593
ডাঃ আনিস, 01675199533
ডাঃ নাজমুল, 01722923700
ডাঃ রাশেদ, 01840070067
মাটিরাংগা উপজেলা :
UH&FPO, 01553600902
ডাঃ ওমর ফারুক, 01823105034
ডাঃ ইমরান, 01559247170
ডাঃ সাইফুল, 01758405351
ডাঃ শরিফুল, 0171947493
মানিকছড়ি উপজেলা :
UH&FPO, 01819724807
ডাঃ খায়রুল বাশার, 01913659534
ডাঃ হাসনাত, 01914680729
ডাঃ আবদুল কাদের 01810819222
ডাঃ নয়ন সালাউদ্দিন 01554326958
রামগড় উপজেলা :
UH&FPO, 01711701959
ডাঃ আনোয়ার, 01714318232
ডাঃ মমিনুল, 01924104914
ডাঃ রহিম, 01705744453
ডাঃ শংকর, 01558927905
মহালছড়ি উপজেলা:
UH&FPO,
ডাঃ নুনু মারমা- ০১৭৬৮১৯৮৫২০
ডাঃ আবু সালেহ- ০১৮১৯৮৯৩৩৪৫
ডাঃ আশরাফুল ০১৭০৮৫৩১২৫৪
ডাঃ আরিফুল ইসলাম- ০১৮৬১২৫৪৭১৯
লক্ষীছড়ি উপজেলা :
UH&FPO, 01818997855
ডাঃ সাইদুল, 01816197437
ডাঃ এলাহী, 01627043710
ডাঃ আতাউর, 01711390308
ডাঃ রোবায়েত, 01816555684
গুইমারা উপজেলা :
ডাঃ জাহাঙ্গীর ০১৫৫১৮১৪৭৯৯
এছাড়াওঃ
ডাঃ অর্ণব চাকমা- ০১৫১৬১৭৭৪১৯
ডাঃ অগ্নিভ চাকমা তূর্য- ০১৫৭২০৭৩১২০
ডাঃ মির মশাররফ হোসেন-০১৮২৭৮৭১১২৩
ডাঃ রাজন তালুকদার- ০১৮৭২৪৪৪৯৪৯
ডাঃ মিল্টন ত্রিপুরা-০১৭১৫৪২৩২০৯
***চিকিৎসা সম্পর্কিত বিষয় ছাড়াও চিকিৎসা ব্যবস্থাপনা/সমন্বয়ের বিষয়ে আপনারা ডাঃ টুটুল চাকমা ( সাধারন সম্পাদক , বিএমএ খাগড়াছড়ি- ০১৫৫৭১৯৮০৪০) অথবা ডাঃ মিটন চাকমা ( ডেপুটি সিভিল সার্জন ও যুগ্ম সাধারণ সম্পাদক, বিএমএ, খাগড়াছড়ি-০১৭১৫২৯৮২৪৭) সাথে সরাসরি অথবা মোবাইলে যোগাযোগ করতে পারেন ।