যোগাযোগ ব্যবস্থা
উপজেলা সদর থেকে গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা-
ক) উপজেলা সদর সরকারী হাসপাতাল গেইট থেকে মধুপুর বাজার পর্যন্ত অটোরিকশায়ঃ ৩০/- (জনপ্রতি)।
খ) উপজেলা সদর কার্যালয় থেকে ইউপি কার্যালয় পর্যন্ত অটোরিকশায়ঃ ১৫/- (জনপ্রতি), রিকশাযোগে- ৩০-৪০/- (জনপ্রতি)।
গ)উপজেলা সদর থেকে দক্ষিণ গোলাবাড়ী ঠাকুরছড়া হাইস্কুল পর্যন্ত অটোরিকশায়ঃ ২০-৩০/-(জনপ্রতি), বাস ভাড়াঃ ৫-১০/- (জনপ্রতি), রিকশা ভাড়াঃ ৪০-৫০/- (জনপ্রতি)
ঘ) উপজেলা সদর থেকে ৯নং ওয়ার্ড এর বগড়াছড়া গ্রাম পর্যন্ত মোটরবাইকে ১০০-১৫০/- (কাচাঁ রাস্তা বিধায় অন্য কোন যানবাহন চলাচল করে না)।
ঙ) উপজেলা সদর থেকে গঞ্জপাড়া গ্রাম পর্যন্ত অটোরিকশায় ১৫-২০/- টাকা, রিকশায় ৩০-৪০/- টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস