৩০/০৫/২০২২খ্রি তারিখে ১নং খাগড়াছড়ি ইউনিয়নে আগামি ২০২২-২০২৩ অর্থ বছরে উন্মুক্ত ভাজেট সভা অনুষ্টিত হয়
বিস্তারিত
৩০/০৫/২০২২খ্রি তারিখে ১নং খাগড়াছড়ি ইউনিয়নে আগামি ২০২২-২০২৩ অর্থ বছরে উন্মুক্ত ভাজেট সভা অনুষ্টিত হয়। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় জনাব-জ্ঞান দত্ত ত্রিপুরা সভাপতিত্ব করেন। সভায় আলোচনাক্রমে সর্বমোট সম্ভাব্য আয় ধরা হয়েছে =৪৯,১৭,৯৬০/- সর্বমোট ব্যয় ধরা হয়েছে =৪৫,৭৩,৪৫০/- উদ্বৃত দেখানো হয়েছে =৩,৪৪,৫১০/- ধার্যকৃত সম্ভাব্য বাজেট আদায় সম্ভব বলে সভায় মত প্রকাশ করা হয়। ধর্যকৃত ভাজেট যথাযত ভাবে আদায়ে সহযোগিতা করার জন্য জণগনের প্রতি সভাপতি মহোদয় আহ্বান জানান।